ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মে ২০, ২০২৪
রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

ইরানের অর্ধ-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারীরা।

তবে হেলিকপ্টারে যারা ছিলেন তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

সোমবার (২০ মে) ভোরে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীর-হোসেন কোলিভান্দ জানান, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাভিল গ্রামের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। সেখানে অন্তত ৭৩টি উদ্ধারকারী দল কাজ করছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ আইআরএনএ এর এক প্রতিবেদনে কোলিভান্দ জানিয়েছেন, ‘সেখানে পরিস্থিতি ভালো না। ’ 

ইরানি সংবাদমাধ্যম ইরনা তাদের প্রতিবেদনে জানায়, রেড ক্রিসেন্টের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হেডকোয়ার্টার ঘোষণা করেছে উদ্ধারকারী দল তুর্কি আকিনজি ড্রোন দিয়ে দুর্ঘটনাস্থল চিহ্নিত করেছে।

পশ্চিমা গণমাধ্যমগুলো ইরানি সংবাদ মাধ্যমের বরাতে রাইসির মৃত্যুর খবর জানাচ্ছে যদিও ইরান থেকে রাষ্ট্রীয় ভাবে এখনো কোনো ঘোষণা আসেনি।   

এর আগে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি রোববার বিধ্বস্ত হয়।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মে ২০, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।