ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে নামলেন এক নারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুন ৩, ২০২৪
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে নামলেন এক নারী

ইরানের কট্টরপন্থী নারী রাজনীতিবিদ জোহরাহ এলাহিয়ান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নাম লেখালেন।

গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

এ কারণেই দেশটিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে।

ইরানে আগামী ২৮ জুন আগাম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জোহরাহ এলাহিয়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনির সমর্থক। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলে তিনি প্রেসিডেন্ট পদে দাঁড়ানো প্রথম নারী হতে পারেন। কাউন্সিল সম্ভাব্য সব প্রার্থীকে যাচাই করে থাকে।  

এ নারী একজন কট্টরপন্থী হিসেবে পরিচিত। ইরানে নীতি পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুর পর আন্দোলনে জড়িত বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড অনুমোদন করায় কানাডা গত মার্চে তাকে নিষেধাজ্ঞা দেয়।  

আজম তালেগনি নামে এক প্রবীণ সংস্কারবাদী রাজনীতিবিদ ও সাংবাদিক ১৯৯৭ সাল থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য নিবন্ধন করে আসছিলেন। ২০১৯ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত এই নারী প্রতিবারই নিবন্ধন করেন। তবে কোনোবার তিনি গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পাননি।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুন ৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।