ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ডি-ডেতে শ্রদ্ধা জানালেন কিং চার্লস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুন ৭, ২০২৪
ডি-ডেতে শ্রদ্ধা জানালেন কিং চার্লস

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের আগ্রাসন থেকে ইউরোপকে মুক্ত করতে উত্তর ফ্রান্সে মিত্র বাহিনীর প্রথম ঐতিহাসিক অভিযান ‘ডি-ডে’ হিসেবে পরিচিত। দিবসটির ৮০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ফ্রান্স সফর করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

সেখানে ডি-ডে স্মরণে ঐক্যের ডাক দেন তিনি। এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই অভিযানে নিহত মিত্র বাহিনীর সেনা ও ফরাসি বেসামরিক নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

কিং চার্লস থার্ড বলেন, অত্যাচারের বিরোধিতার জন্য স্বাধীন দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন প্রার্থনা করি, যাতে আমাদের আর কখনো এমন ত্যাগ স্বীকার করতে না হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, প্রিন্স উইলিয়াম ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিও ডি-ডেতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।