ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জি-৭ সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, আশাবাদী জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
জি-৭ সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, আশাবাদী জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, ইতালিতে শুরু হতে যাওয়া জি-৭ সম্মেলনে তার দেশের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশাবাদী। খবর বিবিসির।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সম্মেলনে বড় একটি অংশ ইউক্রেন, আমাদের প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহনশীলতার জন্য উৎসর্গ করা হবে।

হোয়াইট হাউস বলছে যে, রাশিয়ার জব্দ সম্পদ থেকে ইউক্রেনকে বছরে ৫০ বিলিয়ন ডলার দিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় জি-৭ বেশ এগিয়েছে।

জেলেনস্কি জি-৭ সম্মেলনে অংশ নেবেন। জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি সইয়ের বিষয়ে তিনি আশাবাদী।  

জি-৭ দেশগুলোর মধ্যে রয়েছে, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ২০২২ সালে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দেশগুলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ আর্থিক ও সামরিক সমর্থনদাতায় পরিণত হয়েছে।

মস্কো ইউক্রেনে হামলা শুরু করলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মিলে জি-৭ দেশগুলো রাশিয়ার ৩২৫ বিলিয়ন ডলারের সম্পদ  বাজেয়াপ্ত করে।  

আন্তর্জাতিক আইন অনুযায়ী, দেশগুলো রাশিয়ার কাছ থেকে বাজেয়াপ্ত করা সম্পদ ইউক্রেনকে দিতে পারে না।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।