ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারের সিত্তে শহরের আশপাশের গ্রাম খালি করার নির্দেশ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
মিয়ানমারের সিত্তে শহরের আশপাশের গ্রাম খালি করার নির্দেশ 

মিয়ানমারের জান্তা রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে শহরের আশপাশের গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে।  

সম্প্রতি আরাকান আর্মি সিত্তে নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দেওয়ার পর সবাইকে গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যেতে বলেছে জান্তা।

আরাকান আর্মির পক্ষ থেকে সিত্তে নিয়ন্ত্রণে নেওয়ার হুমকির পর জান্তার পক্ষ থেকে সেখানকার ১৫টি গ্রামের বাসিন্দাদের পাঁচ দিন সময় দেওয়া হয়েছে, যাতে তারা রাজধানীতে চলে যেতে পারে।  

গ্রামগুলো খালি করা না হলে শনিবারের পর কাউকে গ্রামে পাওয়া গেলে তাদের গুলি করা হবে বলেও জানানো হয়েছিল।  

সূত্র: এএফপি

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।