মঙ্গলবার (২৫ জুন) উত্তর গাজার আল-শাতি শরণার্থীশিবিরে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় তার বোনসহ ১০ স্বজন নিহত হয়েছেন।
গাজার জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিমান হামলায় ১০ জন শহীদ হয়েছেন।
এর আগে ঈদুল ফিতরের দিন আত্মীয়ের বাসায় যাওয়ার পথে গাজায় ইসরায়েলের বিমান হামলায় হানিয়ার তিন ছেলে ও চার নাতি-নাতনি নিহত হন। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ৬০ আত্মীয়-স্বজন হারিয়েছেন হানিয়া। গাজা যুদ্ধে ইসরায়েলিরা বারবার হানিয়ার পরিবারকে টার্গেট করে হামলা চালিয়ে আসছে।
২০০৬ সালে অনুষ্ঠিত আইন পরিষদের নির্বাচনে হামাস জয়লাভের পর প্রধানমন্ত্রী হন ইসমাইল হানিয়া। ফাতাহ-হামাস দ্বন্দ্বের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ২০০৭ সালের ১৪ জুন রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস তাকে পদচ্যুত করেন। কিন্তু ইসমাইল হানিয়া সেই আদেশ অমান্য করে গাজায় প্রধানমন্ত্রীত্ব করতে থাকেন।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ২৬ জুন, ২০২৪
এমএম