ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের বাইরে তীর-ধনুক নিয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের বাইরে তীর-ধনুক নিয়ে হামলা

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ইসরায়েলি দূতাবাসের বাইরে তীর-ধনুক দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের গুলিতে এবং হামলাকারী নিহত হয়েছেন।  

সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ড্যাসিকের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

আইভিকা ড্যাসিক সাংবাদিকদের বলেন, পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। হামলাকারী সার্বিয়ান বলে জানা গেছে।

তিনি বলেন, হামলাকারী ওই পুলিশ সদস্যের ঘাড়ে আঘাত করেছিল, এতে তিনি গুরতর জখম হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়, সফল অস্ত্রোপচার শেষে তিনি ভালো আছেন, তার অবস্থা আশঙ্কাজনক নয়।

সার্বিয়ান কর্তৃপক্ষ হামলাকারীর নাম মিলোস জুজোভিচ বলছে। যিনি ১৯৯৯ সালে রাজধানী থেকে প্রায় ৩০ মাইল (৪৮ কিমি) দূরে ম্লাদেনোভাক শহরে জন্মগ্রহণ করেছিলেন।  

সার্বিয়ার সম্প্রচারমাধ্যম বি৯২ ড্যাসিককে উদ্ধৃতি দিয়ে বলেছে, হামলাকারী স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইসরায়েলি দূতাবাসের সামনে একটি ছোট ভবনের কাছে গিয়েছিলেন। সেখানে তিনি জাদুঘর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। এরপর ওই হামলাকারী ভবনটির দরজা খুলে তীর-ধনুক দিয়ে পুলিশ সদস্যকে আঘাত করেন। তখন ওই পুলিশ সদস্য লোকটিকে লক্ষ্য করে পাল্টা গুলি করেন। এর প্রায় আধ ঘণ্টা পর আততায়ীর মৃত্যু হয়।

মামলাটি বিশেষ প্রসিকিউটরদের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় দূতাবাস বন্ধ ছিল এবং তাদের কোনো কর্মী আহত হননি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।