ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৫

তুরস্কের উপকূলীয় শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় রোববার (৩০ জুন) এক ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৭ জন।

গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ওই রেস্তোরাঁয় ‘প্রোপেন ট্যাংক’ স্থাপন করা হচ্ছিল বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।  

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, ইজমিরে ভয়াবহ বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, আমি তাদের আত্মার শান্তি কামনা করি। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি। খবর আনাদোলুর।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণে ওই রেস্তোরাঁর পাশের একটি ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
এমএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।