ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিউলে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৯ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
সিউলে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৯ 

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি গাড়ি পথচারীদের চাপা দিয়েছে। এতে অন্তত নয়জনের প্রাণ গেছে।

পুলিশ এমনটি জানায়।  

পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির।

বার্তাসংস্থা ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, এক ব্যক্তি তার গাড়িটি যানবাহন থামার স্থানে অপেক্ষারত পথচারীদের ওপর চালিয়ে দেন।

অন্তত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, তারা ঘটনার তদন্ত করছে। তবে সতর্ক করে দিয়ে বলেছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে।  

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী গাড়িটি ভুল পথে চলছিল। পথচারীদের চাপা দেওয়ার আগে এটি আরও দুটি গাড়িকে ধাক্কা দেয়।

সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় সাধারণ শহুরে রাস্তায় গাড়ি চালানোর গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার। আবাসিক এলাকায় এ সীমা ৩০ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।