ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ৬৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
ভারতে ৬৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

স্থানীয় আইন লংঘনের দায়ে ভারতে ৬৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি চলতি বছরের শুধু মে মাসেই মোট ৬৬ লাখ ২০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে তার মধ্যে কোনো রিপোর্ট ছাড়াই প্রায় ১২ লাখ ৫৫ হাজার অ্যাকাউন্ট সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে।

  

এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তাদের লক্ষ্য ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ক্ষতিকর ও অনাকাঙ্ক্ষিত বার্তা আদান-প্রদান কমানো।

বিবৃতিতে হোয়াটসঅ্যাপ আরও জানায়, প্রতিষ্ঠানটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাপের ভিতর থেকেই কোনো নাম্বার ব্লক করা, কোনো কন্টেন্ট রিপোর্ট করা এবং হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা রেখেছে। তারা ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার উপর নজর রেখে ভুল তথ্য প্রতিরোধে, সাইবার নিরাপত্তার নিশ্চিতে বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে।

হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার ভারত, তাই দেশটির তথ্যপ্রযুক্তি আইন মেনে ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। ভারতে ৫৫ কোটির বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছেন।  

ভারতীয় তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী প্রতি মাসে সামাজিক মাধ্যমকে একটি মাসিক প্রতিবেদন প্রকাশ করতে হয়। এর আগে গত এপ্রিল মাসে ৭১ লাখের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।