ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের তালগোল পাকালেন বাইডেন, নিজেকে বললেন ‘কৃষ্ণাঙ্গ নারী’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
ফের তালগোল পাকালেন বাইডেন, নিজেকে বললেন ‘কৃষ্ণাঙ্গ নারী’

একটি রেডিও স্টেশনে সাক্ষাতকার দিয়ে গিয়ে আবারো খেয় হারালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের বিষয়টির সঙ্গে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে গুলিয়ে ফেললেন।

 

এক রেডিও সাক্ষাতকারে তিনি দাবি করে বসলেন, ‘তিনি হলেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা প্রথম কৃষ্ণাঙ্গ নারী’।  

সাক্ষাতকারে তিনি সুপ্রিম কোর্টে প্রথমবারের মত প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারক নিয়োগ এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলাকে নির্বাচন করার বিষয়টি গর্বভরে উল্লেখ করেন।

ওই সাক্ষাতকারে তিনি নিজেকে ডেলাওয়্যার থেকে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন যদিও তার এই দাবিটিও সঠিক নয়। তিনি সম্ভবত নিজেকে ডেলাওয়্যার থেকে নির্বাচিত প্রথম ক্যাথলিক প্রেসিডেন্ট হিসেবে দাবি করতে চেয়েছিলেন, পরে তিনি জন এফ কেনেডির প্রশংসা করেন যিনি ছিলেন আরেকজন ক্যাথলিক প্রেসিডেন্ট।

শুধু এই রেডিও সাক্ষাত্কারে নয় উইসকনসিনের ‘দ্য আর্ল ইনগ্রাম শো’তেও বাইডেন তার এই ভুলভাল বলার প্রবণতা বজায় রাখেন, কৃষ্ণাঙ্গ শ্রোতাদের টার্গেট করে আয়োজিত এই শোতে ট্রাম্পকে নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিষয়ে বলে বসেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় আমেরিকান মূল্যবোধকে হুমকির মুখে ফেলে দিয়েছে, পরক্ষণেই তিনি বলেন, আমেরিকাতে আমাদের কোনও রাজা নেই, এখানে আইনের ঊর্ধ্বে কেউ নেই।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ০৬,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।