ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে ভোটকেন্দ্রে মাওবাদীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০
বিহারে ভোটকেন্দ্রে মাওবাদীদের হামলা

সিতামারি: বিহারে দ্বিতীয় পর্যায়ের নিবাচনে ৪৫ টি আসনে ভোটগ্রহণ শুরুর আগে রোববার সকালে মাওবাদীরা সুবাইগড়ের রুনিসাইদপুর এলাকার একটি ভোটকেন্দ্রে হামলা করেছে।

বিদ্রোহীরা ভোটকেন্দ্র দখল করে এবং ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী জ্বালিয়ে দেয়।

উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাকেশ রাখি একথা নিশ্চিত করেন।

এর আগে মাওবাদীরা ফোনে ভোট বাতিলের আহবান জানিয়েছিল। আর এ হামলা তাদের ভোট বাতিলের পরিকল্পনার একটি অংশ।

সহিংসতার পর নির্বাচন কমিশন ঐ এলাকায় ভোটগ্রহণ স্থগিত করে, ভোটগ্রহণের নতুন সময় নির্ধারন করেছে।  
 
রোববার বিহারের ছয়টি জেলায় ১০ হাজার ৩১৫ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ৪৬ জন নারীসহ ৬২৩ জন প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮ লাখ ৪৪ হাজার ভোটার নির্বাচনে ভোট দিবেন।

মাওবাদীরা ভোট বানচাল করতে গত শুক্রবার পুলিশের উপর হামলা চালায় । হামলায় ৬ পুলিশ সদস্য নিহত হন।

নির্বাচনে ভারতের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।