ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান যুদ্ধের আরও ১৫ হাজার নথি ফাঁস করবে উইকিলিকস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০
আফগান যুদ্ধের আরও ১৫ হাজার নথি ফাঁস করবে উইকিলিকস

বিশ্বের আলোচিত ওয়েবসাইট উইকিলিকস আরও ১৫ হাজার আফগান যুদ্ধের গোপন নথি ফাঁস করবে। খুব শিগগিরই এসব দলিল প্রকাশ করা হবে বলে ওয়েবসাইট কর্তৃপক্ষ জানায়।



ওয়েবসাইটটি ইতোমধ্যে আফগান যুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থার ৭৭ হাজার নথি ফাঁস করছে। শুক্রবার ইরাক যুদ্ধের ওপর ৪ লাখ গোপন নথি ফাঁস করার ওয়েবসাইট কর্তৃপক্ষ নতুন করে আরও গোপন নথি ফাঁসের ঘোষণা দিল।

উইকিলিকসের মুখপাত্র ক্রিস্টান হারাফসন জানান, আরও ১৫ হাজার আফগান যুদ্ধের নথি তাদের কাছে রয়েছে। এগুলো খুবই স্পর্শকাতর। নথিগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যেকোনো সময় তা প্রকাশ করা হবে।

বাংলঅদেশ সময়: ১২৫০ঘণ্টা, অক্টোবর ২৪,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।