ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে প্রস্তুত ভারত: মনমোহন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০
জাপানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে প্রস্তুত ভারত: মনমোহন

টোকিও: ভারত বেসামরিক পরমাণু চুক্তি স্থগিত করে জাপানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে প্রস্তুত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ তথ্য জানিয়েছেন।



জাপানের গণমাধ্যমের একটি প্রতিনিধি দলের সামনে মনমোহন বলেন, ‘বেসামরিক পরমাণু চুক্তির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছার ব্যাপারে আমি আশাবাদী। আর এটা উভয় পক্ষের জন্যই লাভজনক হবে। ’

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিন দিনের সফরে টোকিও যাওয়ার আগে মনমোহন এসব কথা বলেন।

জাপানের সবচেয়ে অগ্রসর পরমাণু প্রযুক্তি আছে বলে মনমোহন উল্লেখ করেন। পরমাণু শক্তির ক্ষেত্রে টোকিও’র অংশীদার হওয়ার ভারতের ইচ্ছার কথাও জানান তিনি।

পরমাণু বেসামরিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করতে জুনে জাপান ও ভারত আলোচনা শুরু করে। এ চুক্তি বাস্তবায়িত হলে ভারতে পরমাণু শক্তি উৎপাদন প্রযুক্তি ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাদি রপ্তানি করতে পারবে টোকিও।

তবে এক্ষেত্রে ভারত কোনো ধরনের পরমাণু পরীক্ষা চালালে টোকিও বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির বাস্তবায়ন স্থগিতে বাধ্য হবে বলে সতর্ক করে দেয় দেশটি।

উল্লেখ্য, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করেই পরমাণু অস্ত্রের মজুদ বাড়িয়ে চলেছে ভারত।

এদিকে সোমবার মনমোহন ও কান অর্থনৈতিক অংশীদার চুক্তি (ইপিএ) বিষয়ক আলোচনা শেষ করার ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।

এর মধ্যে দিয়ে জাপানের প্রতিষ্ঠানগুলোর জন্য ভারতের ক্রমবর্ধমান বাজার উন্মুক্ত করে দেওয়া হবে বলে মনমোহন জানান।

মনমোহন বলেন, ‘অর্থনৈতিক সহযোগিতার সম্ভবনাকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। কেননা ইপিএ আমাদের বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল করবে। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩:৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।