ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৩, জুলাই ১২, ২০২৪
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান বাইডেনের

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন জো বাইডেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বাইডেন্ট বলেন, এখন যুদ্ধ শেষ করার সময়।

তিনি উল্লেখ করেন, যুদ্ধের বিপর্যয় কমাতে তিনি ইসরায়েলিদের বোঝাতে পারতেন। তবে ইসরায়েলিরা সহযোগী মনোভাবাপন্ন নয়।  

মার্কিন প্রেসিডেন্ট পুনর্ব্যক্ত করেছেন, তিনি উভয় পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

বাইডেনকে জিজ্ঞেস করা হয়েছি যুদ্ধের ১০ মাস পর বর্তমান যুদ্ধবিরতি পরিকল্পনা কোথায় দাঁড়িয়েছে। তিনি ভিন্ন কিছু করতে চান কি না।  

বাইডেন বলেন, আমি জানি ইসরায়েল ভালো এবং আমি ইসরায়েলকে সমর্থন করি। ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল সফর নিয়ে অনুতপ্ত নন বলে জানান বাইডেন।  

প্রেসিডেন্ট উল্লেখ করেন, ইসরায়েলের ইতিহাসে এটিই সবচেয়ে রক্ষণশীল যুদ্ধকালীন মন্ত্রিসভা। এটি একটি চ্যালেঞ্জ।

বাইডেন বলেন, দুই রাষ্ট্র সমাধান ছাড়া এখানে আর কিছু নেই।  

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ