ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় চার ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় চার ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় ভারতীয় সেনার চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মেজর পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

  

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় স্থানীয় সময় গতকাল (১৫ জুলাই) রাত প্রায় ৯টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে ভারী গোলাগুলিতে ওই চার সেনা নিহত হওয়ার পাশাপাশি একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযান পরিচালনা করার সময় এই এই হাতহতের ঘটনা ঘটে।

ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।

এর আগে, গত ৮ জুলাই জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর আরও পাঁচ সেনার মৃত্যু হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩২ মাসে জম্মু অঞ্চলে অন্তত ৪৮ সেনা সদস্য নিহত হয়েছে।  

গত মাসে, এই অঞ্চলে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে সন্দেহভাজন জঙ্গিদের গুলি চালানোর পর নয়জন মারা যায়।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ১৬,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।