ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের শপিং মলে আগুন, নিহত ১৬ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
চীনের শপিং মলে আগুন, নিহত ১৬ 

চীনের সিচুয়ান প্রদেশের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছে।  

স্থানীয় সময় বুধবার (১৮ জুলাই) সন্ধ্যায়  দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি হাই-টেক জোনের একটি ১৪ তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে এখনো জানা না গেলেও ধারণা করা হচ্ছে নির্মাণকাজ থেকেই আগুন লেগেছে।  

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, স্থানীয় দমকল বিভাগ থেকে প্রায় ৩শ জরুরি কর্মী এবং কয়েক ডজন গাড়ি ঘটনাস্থলে পাঠানোর হয়। তারা প্রায় ৩০ জনকে এই আগুন থেকে উদ্ধার করে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে, উদ্ধার কর্মী এবং প্রাদেশিক কর্মকর্তাদের যত তাড়াতাড়ি সম্ভব আগুনের কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জন্য এই ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এই ধরনের ঘটনা চীনে প্রায়শই ঘটে চলেছে। জানুয়ারিতে, দক্ষিণ-পূর্ব চীনের একটি ভবনে আগুন লেগে কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়। এর মাত্র কয়েকদিন পরেই মধ্য হেনান প্রদেশের একটি বোর্ডিং স্কুলে আরেকটি অগ্নিকাণ্ডে ১৩ শিশু মারা যায়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।