ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের তদন্ত চেয়েছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০
মার্কিন বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের তদন্ত চেয়েছে জাতিসংঘ

নিউ ইয়র্ক: মার্কিন বাহিনীর মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

ইরাকে প্রায় ৬৬ হাজার বেসামরিক নাগরিকের উপর অত্যাচার ও হত্যা বিষয়ে উইকিলিকসের ফাঁস করা গোপন তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে জাতিসংঘ এ আহবান জানায়।



উইকিলিকসের ফাঁস করা গোপন নথি ইরাক যুদ্ধে চালালো অত্যাচার, বেসামরিক জনগণকে হত্যা এবং যুদ্ধে ইরানের ভূমিকা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

নথিতে বেসামরিক নাগরিকের নিহতের সঙ্গে ব্রিটিশ বাহিনী জড়িত থাকতে পারে বলে জাতিসংঘের তদন্তকারী ম্যানফ্রেড নোয়াক সতর্ক করেন। একইসঙ্গে যুক্তরাজ্যের আদালত এ বিষয়টি গোপন করে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য ম্যানফ্রেড নোয়াকই মূলত এসব বিষয়ে তদন্তের দাবি জানান। একইসঙ্গে যুদ্ধকালে সংঘটিত বেসামরিক মৃত্যুতে ব্রিটিশ বাহিনীর জড়িত থাকার অভিযোগ তদন্তেরও দাবি জানান তিনি।

এদিকে প্রকাশিত দলিল বিশ্লেষণ করা ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান অপ্রকাশিত আরও ১৫ হাজার বেসামরিক মৃত্যুর তথ্য উদ্ধারের দাবি করে।

ব্রিটিশ সংবাদপত্রের বরাত দিয়ে নোওয়াক বলেন, ‘বিষয়টি তদন্ত করা ওবামা প্রশাসনের আইনগত ও নৈতিক বাধ্যবাধকতা। কেননা ফাঁস করা তথ্য নির্যাতন বিষয়ে জাতিসংঘ আইনের স্পষ্ট লঙ্ঘন। ’

নতুন প্রকাশিত দলিলপত্রে ১ লাখ ৯ হাজার ৩২ জন ইরাকির মৃত্যুর বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৬৬ হাজার ৮১ জন বেসামরিক নাগরিক, ২৩ হাজার ৯৮৪ জন জঙ্গি, ১৫ হাজার ১৯৬ জন ইরাকের সরকারি বাহিনীর ও ৩ হাজার ৭৭১ জন যৌথ বাহিনীর সদস্য।  

তবে ৩ লাখ ৯২ হাজার দলিল সম্বলিত এসব তথ্য অবৈধ উপায়ে ফাঁস করার কঠোর নিন্দা জানিয়েছে পেন্টাগন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।