ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ‘মেগি’র আঘাতে লন্ডভন্ড চীনের দক্ষিণাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০
ঘূর্ণিঝড় ‘মেগি’র আঘাতে লন্ডভন্ড চীনের দক্ষিণাঞ্চল

বেইজিং: ঘূর্ণিঝড় মেগির আঘাতে চীনের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আক্রান্ত এলাকায় ভারী বর্ষণ ও ঝড়ো বাতাস প্রবাহিত হচ্ছে।

এতে সেবা কার্যক্রম মারাত্ত্বক ভাবে ব্যাহত হচ্ছে।

সরকারি টেলিভিশনে দেখানো হয়েছে, শনিবার ঝড়ের আঘাতে জাংজু শহরে গাছ উপরে পড়েছে, বিল বোর্ড ভেঙ্গে গেছে এবং রাস্তা প্লাবিত হয়েছে।

দুই দশকের মধ্যে এটি চীনের সবচেয়ে শক্তিশালী ঝড়। শনিবার ঘূর্ণিঝড়টি দণিাঞ্চলে আঘাত হানে। খারাপ আবহাওয়ার ফলে কর্তৃপক্ষ সেবা কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

এরআগে উপদ্রুত ফুজিয়ান প্রদেশ থেকে বন্যা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ১ লাখ ৬০ হাজার লোককে অন্যত্র সড়িয়ে নিয়েছেন। ঘূর্ণিঝড়ের কারণে ৭৯টি বিমান ফাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া একথা জানায়।

এদিকে ঘূর্ণিঝড়টি এশিয়ার দেশগুলোতে আঘাত হানতে পারে বলে দেশটির আবহাওয়া কেন্দ্র থেকে আগেই সতর্ক করা হয়েছিল। পরে জনগণকে বাড়ির বাইরে না যাওয়ার এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়।

এর আগে শুক্রবার ঘূর্ণিঝড় মেগি হংকং অতিক্রম করে। এছাড়া চলতি সপ্তাহে তাইওয়ান ও ফিলিপাইনেও ঝড়টি আঘাত হানে।

এদিকে গতসপ্তাহে ঘূর্ণিঝড় মেগির আঘাতে ভূমিধস ও ভারী বর্ষণে ফিলিপাইনে ৩৬জন এবং তাইওয়ানে ১২ জন নিহত হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।