ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় পুলিশ-অপরাধী গোলাগুলি ॥ ক্রসফায়ারে দুই সন্তানসহ মা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
মেক্সিকোয় পুলিশ-অপরাধী গোলাগুলি ॥ ক্রসফায়ারে দুই সন্তানসহ মা নিহত

তোরেওন: মেক্সিকোয় পুলিশ এবং অপরাধীদের মধ্যে গুলিবিনিময়ের সময় গাড়িতে থাকা দুই সন্তানসহ মা নিহত হয়েছেন। রোববার কোয়াহুইলা রাজ্যের তোরেওন শহরে এ ঘটনাটি ঘটেছে।

খবর এএফপি’র।

রাজ্যের  অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, গুলিবিনিময়ের এলাকা দিয়ে মা ও তার দুই সন্তান গাড়ি নিয়ে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী ছেলে, ১৮ বছর বয়সী মেয়ে ও তাদের মা (৪৭) রয়েছে।

কর্তকর্তারা জানান, এই গোলাগুলিতে পুলিশ অথবা অপরাধী চক্রের কেউ হতাহত হননি। এমনকি কাউকে আটক পর্যন্ত করা যায়নি।

মেক্সিকোতে মাদক সহিংসতার ফলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। প্রেসিডেন্ট ফেলিপ ক্যালদেরনের মাদকের বিরুদ্ধে যুদ্ধে গত চার বছরে মাদক সহিংসতায় ২৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।