ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি, পরে প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

সুমাত্রা: ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা উপকূলে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মেনতাভি দ্বীপের কাছে ভূ-পৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে সৃষ্ট হয় ভূমিকম্পটি।

তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার মেটিওরোলজী অ্যান্ড জিওফিজিক্স এজেন্সি জানিয়েছে স্থানীয় সময় রাত ৯টা ৪২ মিনিটে (জিএমটি ১৬৪২) আঘাত হানা ভূমিকম্প বেঙ্কুলু ও পশ্চিম সুমাত্রা প্রদেশে অনুভূত হয়।

উল্লেখ্য, ভূমিকম্প প্রবণ ইন্দোনেশিয়ার সুমাত্রায় ২০০৯ সালে সেপ্টেম্বর মাসে ভয়াবহ এক ভূমিকম্পে সহস্রাধিক ব্যক্তি প্রাণ হারায়।

ঊাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।