ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাইডেন-হ্যারিস, ট্রাম্পকে যুদ্ধ জয়ের পরিকল্পনা দেখাবেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
বাইডেন-হ্যারিস, ট্রাম্পকে যুদ্ধ জয়ের পরিকল্পনা দেখাবেন জেলেনস্কি

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের সঙ্গে রাশিয়ার যুদ্ধে জয়ের পরিকল্পনা তুলে ধরবেন। খবর বিবিসির।

জেলেনস্কি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ আসন্ন নির্বাচনের দুই প্রার্থী ডেমোক্র্যাট কমলা হ্যারিস এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে তার পরিকল্পনাটি উপস্থাপন করতে চান।
 
তিনি যুদ্ধে পশ্চিমাদের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার গভীরে হামলা চালানোর ক্ষেত্রে রাজি করাতে জোর চেষ্টা চালাবেন বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের জন্য নতুন করে ৩৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তায় হোয়াইট হাউসের প্রচেষ্টার মধ্যেই জেলেনস্কির এ সফর।  

এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, এই শরৎ চলমান যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে।  

সফরের আগে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট পরিকল্পনার তিনটি উপাদান তুলে ধরেন- আরও অস্ত্রের অনুদান, শান্তিতে রাশিয়াকে বাধ্য করতে কূটনৈতিক প্রচেষ্টা এবং ২০২২ সালের আক্রমণের জন্য রাশিয়াকে দায়ী করা।  

ইউক্রেন কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাগুলো কিছুটা সহজ করার জন্য অনুরোধ করে আসছে।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।