ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাদ্দামের উপ-প্রধানমন্ত্রী তারিক আজিজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
সাদ্দামের উপ-প্রধানমন্ত্রী তারিক আজিজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

বাগদাদ: ইরাকের সর্বোচ্চ আদালত দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী তারিক আজিজকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।



সাদ্দাম হোসেনের পতনের পর এটাই প্রথম কোনো মৃত্যুদণ্ডের ঘটনা।

ওই টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ‘ধর্মীয় দলগুলোকে বিলুপ্ত করার দায়ে অপরাধসংক্রান্ত সর্বোচ্চ আদালত তারিক আজিজকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ’

একইসঙ্গে সাদ্দামের আরও দুই সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাদৌন শাকের এবং সাদ্দামের সেক্রেটারি আবিদ হামৌদকেও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ইরাকের সংখ্যাগুরু শিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার কারণে তাদের এ শাস্তি দেওয়া হয়। ১৯৯১ সালের এ হামলার সঙ্গে সাদ্দামের উত্থানের বিষয়টি জড়িত।

তবে এ শাস্তি কার্যকর হওয়ার আগে আইনানুযায়ী রাষ্ট্রপতি পরিষদের অনুমোদন প্রয়োজন।

১৯৯২ সালে বাগদাদের ৪২ জন পাইকারী বিক্রেতাকে মৃত্যুদণ্ড দেওয়ার অপরাধে ২০০৯ সালে আজিজকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া, উত্তর ইরাক থেকে কুর্দিদের বিতাড়িত করার জন্য আলাদা এক রায়ে তাকে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে কোনো মামলারই দোষ স্বীকার করেননি তিনি।

সাদ্দামের শাসনামলে তারিক আজিজ ১৯৮৩ সালে পররাষ্ট্রমন্ত্রী ও ১৯৯১ সালে উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।