ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু চুল্লিতে জ্বালানির ব্যবহার শুরু করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
পরমাণু চুল্লিতে জ্বালানির ব্যবহার শুরু করেছে ইরান

তেহরান: ইরানের প্রথম পরমাণু চুল্লিতে মঙ্গলবার জ্বালানির ব্যবহার শুরু করেছে দেশটি। শান্তিপূর্ণ উদ্দেশে পরমাণু জ্বালানি ব্যবহারের শেষ প্রমাণ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

প্রেস টিভি’র ওয়েবসাইটে বলা হয়, ‘দক্ষিণের বন্দর নগরীতে অবস্থিত বুশেহর পরমাণু চুল্লিতে ইরান জ্বালানি ভরার কাজ শুরু করেছে। ’

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে আশঙ্কা করে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে এ কর্মসূচির সঠিক পথে চলার প্রমাণ হিসেবেই জ্বালানি ভরার কাজ শুরু হয়েছে বলে সরকারের এক মুখপাত্র জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এটার নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। ’ গত আগস্টে পরমাণু চুল্লির ভবনে জ্বালানি রড আনা হলেও তখন তা এর মূল অংশে প্রবেশ করানো হয়নি।

তবে আগামী বছরের শুরুতেই এক হাজার মেগাওয়াটের চুল্লিটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা করছে ইরান। চুল্লিটি নির্মাণে সহায়তা করেছে রাশিয়া।

এদিকে, সারা বিশ্বে ছড়িয়ে পড়া কম্পিউটার ভাইরাস ‘স্টাক্সনেট’ এর কারণে স্থাপনাটি চালু হওয়ার তারিখ পিছিয়ে দেওয়ার সন্দেহ বাতিল করে দেয় সরকারি কর্মকর্তারা। তবে এ ভাইরাসটি বুশেহর-এর কিছু কম্পিউটারে ছড়িয়ে পড়েছিলো।

এদিকে, ইরানকে পরমাণু আলোচনায় ফিরে আসার জন্য ক্রমাগত চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।