ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হারিকেন মিল্টনের আঘাতে ৩০ লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
হারিকেন মিল্টনের আঘাতে ৩০ লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন

যুক্তরাষ্ট্রে হারিকেন মিল্টন আরও দুর্বল হয়ে ১ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বৃহস্পতিবার দেশটির জাতীয় হারিকেন সেন্টারের (এনএইচসি) সর্বশেষ পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।

৫ মাত্রার ঘূর্ণিঝড় থেকে থেকে দুর্বল হয়ে ৩ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে বুধবার রাতে ফ্লোরিডায় আঘাত হানে মিল্টন। এর প্রভাবে ৩০ লাখেরও বেশি বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

পূর্ব উপকূলের সেন্ট লুসিতে টর্নেডোর আঘাতে চারজনের প্রাণ গেছে।  হারিকেন মিল্টন আটলান্টিক মহাসাগরে নেমে যাচ্ছে। তবে কর্মকর্তারা ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছেন।

হারিকেনের প্রভাবে ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। একটি সংবাদপত্রের ভবনে একটি ক্রেন ভেঙে পড়েছে। একটি মেজর লিগ বেসবল স্টেডিয়ামের ছাদ ছিন্ন-বিচ্ছিন্ন হয়েছে।

ফ্লোরিডা জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন গুথরি বলেছেন, হারিকেনটি স্থলভাগে আঘাত হানার আগেই প্রায় ১২৫টি বাড়ি লন্ডভন্ড করে দেয়। এর মধ্যে অনেকগুলো বাড়ি প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করা।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সংবাদ সম্মেলনে জানান, ৮০ হাজারের বেশি মানুষ রাতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। তিনি বলেন, যত সময় যাবে, আমরা তত ক্ষতির পরিমাণ বুঝতে পারব। উদ্ধার কার্যক্রম চলছে। এ পর্যন্ত ৪৮ জনকে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর, ১০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।