ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
সিরিয়ায় ইসরায়েলের হামলা

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর নগর লাতাকিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুই বেসামরিক নাগরিক আহত হন।

পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা এমনটি জানিয়েছে। খবর আল জাজিরার।

সামরিক বিবৃতি উদ্ধৃত করে বার্তা সংস্থাটি বলছে, বুধবার স্থানীয় সময় দিনগত রাত ২টা ৫০ মিনিটে লাতাকিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রবেশপথে হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, লাতাকিয়ায় অবস্থিত অস্ত্র গুদাম লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়।  

বন্দর নগরটি প্রেসিডেন্ট বাসার আল-আসাদের শক্ত অবস্থান রয়েছে। এটি হ্‌মেইমিমে অবস্থিত রাশিয়ার বিমানঘাঁটির কাছেই। বন্দর নগরে হামলার ঘটনা বিরল।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করে। যদিও সিরিয়ায় হামলা নিয়ে খুব কম ক্ষেত্রেই ইসরায়েল মন্তব্য করে থাকে।

গত কয়েক বছর ধরেই ইসরায়েল সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট বাহিনী-স্থাপনার ওপর হামলা চালিয়ে আসছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন তাণ্ডবের পর ইসরায়েল সিরিয়ায় হামলা বাড়িয়েছে।

এটি বারবার বলে আসছে, সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর প্রভাব বাড়াতে তারা দেবে না। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েল ২২০ বারেরও বেশি হামলা চালিয়েছে। এমন তথ্য দিয়েছে আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা (এসিএলইডি)।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।