ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হামাসের হামলায় ইসরায়েলি শীর্ষ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
হামাসের হামলায় ইসরায়েলি শীর্ষ কমান্ডার নিহত

ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার কর্নেল এহসান দাকসা নিহত হয়েছেন।

রোববার (২১ অক্টোবর) গাজার উত্তরাঞ্চলে তিনি নিহত হন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

একই হামলায় গুরুতর আহত হয়েছেন আরেক ইসরায়েলি সেনা কর্মকর্তা।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এহসান দাকসার ট্যাংক ও আরেকটি ট্যাংক একটি বিস্ফোরক ডিভাইসের সঙ্গে ধাক্কা খেলে হতাহতের ঘটনাটি ঘটে।

ইসরায়েলের বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, কর্নেল এহসান দাকসা ট্যাংক নিয়ে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ছিলেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল হামলা চালাতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর যত উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন তার মধ্যে কর্নেল এহসান অন্যতম।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।