ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড়ে মিয়ানমারে ৭০ হাজার মানুষ বাস্তুহীন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০
ঘূর্ণিঝড়ে মিয়ানমারে ৭০ হাজার মানুষ বাস্তুহীন: জাতিসংঘ

জাতিসংঘ: ভয়াবহ ঘূর্ণিঝড় গিরির আঘাতে মিয়ানমারে ৭০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপকে উদ্ধৃত করে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।



ঘূর্ণিঝড় গিরি শুক্রবার দেশটিতে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে সজোরে আঘাত হানে। ঝড়ে রাস্তাঘাট ধ্বংস হয়ে যায়, টেলিফোনের তার ছিঁড়ে যাওয়াসহ সব যোগাযোগ বন্ধ হয়ে যায়।

গিরি’র আঘাতে এক লাখ ৭৫ হাজার মানুষ আক্রান্ত হন এবং কমপক্ষে ৭০ হাজার ৭৯৫ জন বাস্তুহীন হয়ে পড়েন বলে জাতিসংঘের কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মিয়ানমারের অবকাঠামোগত মারাত্মক ক্ষতি হয়েছে। তবে আগে থেকে সতর্ক করে দেওয়া ও জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য য়তির পরিমাণ খুব বেশি হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ঝড়ে কমপক্ষে ২৭ জন নিহত এবং ১৫ জন নিখোঁজ হয়েছেন ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।