ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের জন্য সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
মধ্যপ্রাচ্য ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের জন্য সতর্কতা

ইরানে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে কয়েকটি দেশে ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়েছে। খবর এক্সপ্রেস ডট ইউকের।

মিসর, তিউনিসিয়া, দুবাই ও মরক্কোসহ ১৮টি দেশে ভ্রমণের ক্ষেত্রে নতুন এ সতর্কতা মেনে চলতে বলেছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। শনিবার ইরানে হামলা চালায় ইসরায়েল।

নতুন ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, চলমান সংঘাত এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা বাড়তে পারে এবং এটি বৃহত্তর অঞ্চলের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।  

এ ছাড়া গত ১ অক্টোবর ইরান ইসরায়েলে প্রায় ২০০ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। পরে ২৬ অক্টোবর ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালায়।

সতর্কতার আওতাধীন দেশগুলো হলো সাইপ্রাস, তুরস্ক, বাহরাইন, মিসর, ওমান, কাতার, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, তিউনিসিয়া, সিরিয়া, লেবানন, ইরান, মরক্কো, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল, ইসরায়েল ও লিবিয়া।

তালিকায় অন্তর্ভুক্ত কয়েকটি দেশ বছরের এ সময়ে ব্রিটিশ নাগরিকদের জনপ্রিয় গন্তব্য। যেমন- দুবাই, তিউনিসিয়া ও মিসর।  

যারা তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ পরামর্শের পূর্ণ বিবরণ দেখতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।