ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

খেমাররুজদের বিরুদ্ধে তৃতীয় দফায় কোনো বিচার হবে না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০
খেমাররুজদের বিরুদ্ধে তৃতীয় দফায় কোনো বিচার হবে না

নমপেন: দ্বিতীয় দফার বিচারকাজের পর খেমাররুজদের বিরুদ্ধে আর কোনো যুদ্ধাপরাধের বিচার হবে না। বুধবার কম্বোডিয়ায় সফররত জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে একথা জানান দেশটির প্রধানমন্ত্রী হুন সেন।

 

আগামী বছরের শুরুতে খেমাররুজদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধাপরাধের বিচার শুরু হবে।

বান কি-মুন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দেশটির পররাষ্টমন্ত্রী হোর নামহং সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে তৃতীয় কোনো বিচার হবেনা বলে নিশ্চিত করা হয়েছে। আমরা এখন কম্বোডিয়ার শান্তির কথা ভাবছি। ’

জাতিসংঘ সমর্থিত আদালত জুলাই এ প্রথম বিচারে সাবেক খেমাররুজ কারাগার প্রধান দুচকে দন্ডাদেশ দেন।

দুচের প্রকৃত নাম কায়িং গুয়েক ইয়াভ। ১৯৭০ সালের শেষের দিকে ১৫ হাজার মানুষের মৃত্যুর ঘটনা তত্ত্বাবধানে ৩০ বছর কারাগারের দায়িত্ব পালন করেন তিনি।

পরবর্তীতে গত মাসে আদালত চার যুদ্ধাপরাধী নেতাকে খুঁজে বের করেন। তাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার অভিযোগ ছিলো।

তাদের ভূমিকায় ১৯৭৫ থেকে ১৯৭৯ সালের মধ্যে ক্ষুধা, অতিরিক্ত পরিশ্রম ও মৃত্যুদন্ডের কারণে ২ কোটি মানুষের মৃত্যু হয়।

দ্বিতীয় দফার বিচারের অভিযুক্তরা হলেন, নুয়োন চিয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আইয়েং সারি, তার স্ত্রী ও প্রাক্তন সমাজ বিষয়ক মন্ত্রী আইয়েং থিরিথ এবং সাবেক রাষ্ট্র প্রধান খাইয়ু সামফান।

এদিকে আদালত অন্যান্য খেমাররুজ সদস্যদের বিরুদ্ধে তৃতীয় মামলা করার বিষয়টি তদন্ত করে দেখছিলো। কিন্তু এক্ষেত্রে তারা রাজনৈতিক হস্তক্ষেপের শিকার হয়।       

হুন সান একসময় খেমাররুজ সদস্য ছিলেন। তবে পরে তিনি এর বিরুদ্ধে অবস্থান নেন।

আদালতে আর কোনো বিচারের ব্যবস্থা করা হলে তা কম্বোডিয়াকে অশান্ত করবে বলে তিনি বার বার সতর্ক করে দেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।