ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে। পূর্বদিকে পতনের আগে ক্ষেপণাস্ত্রটি রেকর্ড ৮৬ মিনিট উড্ডয়ন করে।

দক্ষিণ কোরিয়া ও জাপান এমনটি বলেছে।  

বিবিসি জানায়, আইসিবিএমটি একটি তীক্ষ্ণ কোণে নিক্ষেপ করা হয়। এটি সাত হাজার কিলোমিটার (চার হাজার ৩৫০ মাইল) উচ্চতায় পৌঁছেছিল।

বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, যা জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন।

এমন সময়ে এ ঘটনা ঘটল, যখন দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক চরম অবনতির দিকে। সিউল নিয়ে পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তব্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দক্ষিণ কোরিয়া বুধবার সতর্ক করে বলে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ৫ নভেম্বর। এর ঠিক আগে আগে উত্তর কোরিয়া আইসিবিএম ছোড়ার প্রস্তুতি নিচ্ছে।

সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ পরীক্ষার লক্ষ্য ছিল এমন অস্ত্র তৈরি করা, যা আরও দূরে এবং আরও উচ্চতায় গিয়ে আঘাত করতে সক্ষম।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বিরলভাবে প্রকাশিত একই দিনের এক প্রতিবেদনে বলেন, এ উৎক্ষেপণ আমাদের শত্রুদের প্রতি জবাব দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তিনি উৎক্ষেপণটিকে যথাযথ সামরিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

তিনি দৃঢ়ভাবে বলেন, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তি বাড়ানোর নীতি থেকে কখনোই সরে আসবে না

মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবারের এ উৎক্ষেপণকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।