ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আগাম ভোট পড়ল ৭ কোটি ৮০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
যুক্তরাষ্ট্রে আগাম ভোট পড়ল ৭ কোটি ৮০ লাখ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এ পর্যন্ত ৭ কোটি  ৮০ লাখেরও বেশি নাগরিক আগাম ভোট দিয়েছেন। দেশটিতে মঙ্গলবার ভোটগ্রহণ হতে যাচ্ছে।

 

এ নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

আগাম ভোট দেওয়ার সংখ্যাকে বিস্ময়কর হিসেবে দেখা হচ্ছে। কিছু অঙ্গরাজ্যে এটি আগের সব রেকর্ড ভেঙেছে।

বিবিসির সাংবাদিক ব্র্যান্ডন ড্রেনন বলেন, আমি আমি নর্থ ক্যারোলাইনায় আছি, যা সাতটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের মধ্যে একটি। এর ভোট ফল নির্ধারণ করতে পারে। মোট প্রাথমিক ভোটের সংখ্যা অনুযায়ী এটি প্রধান গুরুত্বপূর্ণ রাজ্য।

টার হিল (নর্থ ক্যারোলাইনাকে এ নামে ডাকা হয়) অঙ্গরাজ্যে ৪৪ লাখ লোক আগাম ভোট দিয়েছেন। ২০২০ সালে এ অঙ্গরাজ্যে ৩৬ লাখ লোক আগাম ভোট দিয়েছিলেন।

কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা নির্ধারিত হতে পারে মুষ্টিমেয় কয়েকটি অঙ্গরাজ্যের ফলে। এই রাজ্যগুলো পরিচিত ‘সুইং স্টেট’ নামে।  

এ তালিকায় থাকা মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়াতেও ভোটাররা আগাম ভোট দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।