ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যরাতেই ভোট শেষ এক শহরে, জানা গেল ফলও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
মধ্যরাতেই ভোট শেষ এক শহরে, জানা গেল ফলও

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একটি শহরে ভোট গ্রহণ ও ভোট গণনা ইতোমধ্যে শেষ হয়েছে। ফল গণনায় দেখা যায়, ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমান ভোট পেয়েছেন।

মধ্যরাতের পরপরই নিউহ্যাম্পশায়ারের ডিক্সভিল নচে শহরে ভোটগ্রহণ শুরু হয়। ওই শহরে ভোট মাত্র ছয়টি। ভোটগ্রহণ শেষ হতে খুব বেশি সময় লাগেনি। খবর বিবিসির।

এ শহরে বসবাসরত সম্প্রদায়ের মধ্যরাতে ভোট দেওয়ার একটি দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। ভোট গণনায় দেখা যায়, সমানভাবে বিভক্ত হয়েছে ছয়টি ভোট। অর্থাৎ তিনটি ভোট পেয়েছেন কমলা হ্যারিস, বাকি তিনটি ডোনাল্ড ট্রাম্প।

কমলা হ্যারিস, নাকি ডোনাল্ড ট্রাম্প- কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? এ নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। চলছে অপেক্ষার প্রহর গণনা।

মঙ্গলবার দুই প্রার্থীই তাদের প্রচারণা শেষ করেছেন। প্রচারণায় মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট সমাধানের পাশাপাশি ইউক্রেন ও গাজা-ইসরায়েল যুদ্ধ, আফগানিস্তানে তালেবান ইস্যুসহ গুরুত্বপূর্ণ নানান বৈশ্বিক বিষয়গুলোও গুরুত্ব পেতে দেখা গেছে।

বেশিরভাগ মানুষের কাছে ‘প্রেসিডেন্ট নির্বাচন’ হিসেবে পরিচিত হলেও এই নির্বাচনে প্রেসিডেন্ট পদের পাশাপাশি আইনসভার সদস্যদেরকেও বেছে নিবেন মার্কিন নাগরিকরা।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।