ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পারিবারিক ডিনারে যোগ দেবেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
পারিবারিক ডিনারে যোগ দেবেন কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।

ভোটের এ রাজনীতিতে শেষ হাসি কে হাসবেন, তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।

সিএনএন জানায়, কমলা হ্যারিসের নির্বাচনী রাতের অনুষ্ঠান ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।  

এর আগে দিনের বেলায় তিনি রেডিও সাক্ষাৎকারের মাধ্যমে সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করবেন।  

এরপর তিনি একটি পারিবারিক ডিনারে যোগ দেবেন, যাকে তিনি একটি ঐতিহ্য হিসেবে উল্লেখ করেছেন।

হ্যারিস মঙ্গলবার সকালে পিটসবার্গ-ভিত্তিক রেডিও শো “দ্য বিগ কে মর্নিং শো উইথ ল্যারি রিচার্ট”-এ এক সাক্ষাৎকারে বলেন, আমি আমার পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান, হাওয়ার্ড ইউনিভার্সিটিতে থাকব।
 
তিনি বলেন, তার আগে, আমার পরিবারের সঙ্গে ডিনারের একটি ঐতিহ্য রয়েছে, যা আমরা পালন করব। আমাদের পরিবারের অনেক সদস্য আমাদের সঙ্গেই থাকছেন। আর দিনের বেলায়, আজ সারাদিন আমি মানুষের সঙ্গে কথা বলব এবং তাদের ভোট দিতে উৎসাহিত করব।

হ্যারিস পিটসবার্গের ভোটারদের ভোট দিতে উৎসাহিত করে বলেন, আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে, আমাদের গণতন্ত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানুষের হাতে, আর আপনার ভোটই আপনার শক্তি।

গত কয়েক সপ্তাহের জরিপে ট্রাম্প-হ্যারিস দুজনেরই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। ভোটের ফল যা-ই হোক না কেন, তা আগামী চার বছরের জন্য মার্কিন রাজনীতি এবং পররাষ্ট্রসহ বিভিন্ন নীতি নির্ধারণ করবে।  

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।