ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশিগানে দুজনকে গ্রেপ্তার করল এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
মিশিগানে দুজনকে গ্রেপ্তার করল এফবিআই

ফেডারেল তদন্তকারী সংস্থার (এফবিআই) এজেন্টরা মিশিগানে দুজনকে গ্রেপ্তার করেছেন। নির্বাচন সংক্রান্ত ঝুঁকি বিবেচনায় তাদের গ্রেপ্তার করা হয়।

দ্য ডেট্রয়েট নিউজ এমনটি জানায়। খবর বিবিসির।  

মিশিগান-ভিত্তিক আউটলেটটি বলছে, গ্রেপ্তার সন্দেহভাজন দুজনের একজন ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে করা পরিকল্পনায় যুক্ত।

আইজ্যাক সিসেল নামের ওই ব্যক্তি রেডিটে শুটআপট্রাম্পর‍্যালি- ব্যবহারকারীর নামে পোস্ট করেন। তিনি তদন্তকারীদের বলেন, তার বিশ্বাস, ট্রাম্প মারা গেলে সবকিছুই ভালো হতো।

আর গ্রেপ্তার দ্বিতীয়জন ৪৬ বছর বয়সী ক্রিস্টোফার ক্লে পিয়ার্স। তিনি জ্যাকসনের বাসিন্দা। ডেমোক্রেটদের সঙ্গে সম্পর্কিত এক অজ্ঞাত রাজনৈতিক কর্মসূচির (প্যাক) বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন।  

পিয়ার্সকে এর আগে এফবিআই সতর্ক করেছিল, যদি তিনি অনলাইনে হুমকি দিতে থাকেন, তবে তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হতে পারে। কিন্তু তিনি ডেমোক্রেট সমর্থিত গ্রুপকে হয়রানি চালিয়ে যেতে থাকেন।  

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। জাতীয় এ ভোট পরবর্তী প্রেসিডেন্টের পাশাপাশি প্রতিনিধি সভা ও সিনেট গঠনও নির্ধারণ করবে।

এ নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

গত কয়েক সপ্তাহের জরিপে দুজনেরই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। ভোটের ফল যা-ই হোক না কেন, তা আগামী চার বছরের জন্য মার্কিন রাজনীতি এবং পররাষ্ট্রসহ বিভিন্ন নীতি নির্ধারণ করবে।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।