মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষে ভোট গণনা চলছে।
মার্কিন গণমাধ্যমগুলোর প্রকাশিত খবর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, ভোটযুদ্ধে ডোনাল্ড ট্রাম্প অনেকে এগিয়ে আছেন।
সুইং স্টেটগুলোর জয় খুবই গুরুত্বপূর্ণ। এসব রাজ্য ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’ হিসেবে পরিচিত। সাতটি সুইং স্টেটকে মার্কিন নির্বাচনে বিজয়ের চাবিকাঠি বলা হয়।
সুইং স্টেটগুলো হলো - পেনসিলভানিয়া (১৯ ইলেকটোরাল ভোট), মিশিগান (১০), জর্জিয়া (১৬), উইসকনসিন (১০), নর্থ ক্যারোলিনা (১৬), নেভাদা (৬) ও অ্যারিজোনা (১১)।
সাধারণত এই রাজ্যগুলোতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের প্রায় সমান সমর্থন থাকে। যার ফলে এখানকার ভোটারদের সিদ্ধান্তই নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে।
পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে এগিয়ে কমলা। অন্যদিকে জর্জিয়া ও নর্থ ক্যারোলিনায় এগিয়ে ট্রাম্প। নেভাদা ও অ্যারিজোনা রাজ্যের ফলাফল ঘোষণা হয়নি এখনও।
এক্সিট পোল অনুযায়ী, এই নির্বাচনে ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় ছিল গণতন্ত্রের অবস্থা, অর্থনীতি ও গর্ভপাত।
সিবিএস নিউজের এক জরিপে দেখা গেছে, ১০ জনের মধ্যে প্রায় ৬ জন ভোটার গণতন্ত্রের পরিস্থিতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখেছেন, এরপর অর্থনীতি ও গর্ভপাতের প্রশ্নে ভোটারদের মনোযোগ কেন্দ্রীভূত ছিল।
বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
এসএএইচ