ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলাডেলফিয়ায় ‘বিশাল কারচুপির’ শঙ্কা ট্রাম্পের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ফিলাডেলফিয়ায় ‘বিশাল কারচুপির’ শঙ্কা ট্রাম্পের

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ার সবচেয়ে জনবহুল শহর ফিলাডেলফিয়ায় কারচুপির ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন।  

নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম  ট্রুথে ট্রাম্প লিখেছেন, ‘ফিলাডেলফিয়াতে অনেকে বিশাল কারচুপির কথা বলছেন।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী আসছে!’

যুক্তরাষ্ট্রের ৬ষ্ঠ জনবহুল শহর ফিলাডেলফিয়া। আর এমন বড় একটি শহরেই ভোট কারচুপির অভিযোগ তুললেন রিপাবলিকান প্রার্থী।

এদিকে বেশ কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে।  

টাইম জোনের তারতম্য থাকায় রাজ্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।

বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৯৮ ইলেক্টোরাল ভোট। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১১২ ইলেক্টোরাল ভোট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজ ৫৩৮। একজন প্রার্থীর জয়ের জন্য প্রয়োজন ২৭০ ভোট।

এই নির্বাচনের ফলাফল পেতে দেরি হওয়ার কথা আগে ভাগেই জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এ নিয়ে মার্কিন নাগরিকদের পাশাপাশি উদ্বিগ্ন পুরো বিশ্ব। ভোটগ্রহণ, যাচাই, প্রক্রিয়াকরণ ও গণনার সঙ্গে যুক্ত নির্বাচনী কর্মকর্তারা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে এবং দ্রুত ফল প্রকাশে নিরলসভাবে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৯  ঘণ্টা,  নভেম্বর ৬,  ২০২৪  
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।