ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন নির্বাচন

ফিলাডেলফিয়ায় বোমা হামলার হুমকি, যা বলছে এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ফিলাডেলফিয়ায় বোমা হামলার হুমকি, যা বলছে এফবিআই

যুক্তরাষ্ট্রের ৬ষ্ঠ জনবহুল শহর ফিলাডেলফিয়া। আর এমন বড় একটি শহরেই ভোট কারচুপির অভিযোগ এনেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

তবে তার আগেই এক খবরে নির্বাচনী আলোচনার শিরোনামে ফিলাডেলফিয়া। পেনসিলভেনিয়ার এই শহরটিতে বিভিন্ন স্থানে বোমা হামলা হতে পারে এমন হুমকি দেওয়া হয়েছিল।  

আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানাসো হয়, চেস্টার কাউন্টি ভোটকেন্দ্রগুলোতে বোমা হামলা করা হবে হুমকি দিয়ে মঙ্গলবার রাতে ইমেইল আসে।  
 

বোমা হামলার হুমকির খবরটি যাচাই করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, হুমকিটি ভুয়া।  

এ ভুয়া হুমকির নেপথ্যে রুশ সূত্র থেকে এসেছে বলে দাবি করেছেন এফবিআইয়ের কর্তারা।

এ বিষয়ে ফিলাডেলফিয়ার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ল্যারি ক্র্যাসনার স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে জানান, নির্বাচনের দিন শহর শান্তিপূর্ণ থাকলেও দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে রাজ্যে। তার মধ্যে একটি হলো ফিলাডেলফিয়ার বিভিন্ন স্থানে বোমা হামলা হতে পারে এমন হুমকি দেওয়া হয়েছিল। আর দ্বিতীয়টিও বোমা হামলা হুমকি সংশ্লিট। সেটি হলো একজন ব্যক্তি ভোটকেন্দ্রে গিয়ে বোমা হামলা করার হুমকি দেওয়ার পর তাকে আটক করা হয়।

এদিকে, বোমা হামলার হুমকি পাওয়ার পর ফিলাডেলফিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়। সব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়, তল্লাশি চালানো হয়। এর জেরে একটি কেন্দ্র টানা ২৩ মিনিট বন্ধ ছিল, পরে সেখানে ভোটগ্রহণের সময় বাড়ানো হয়।

ফিলাডেলফিয়া ছাড়াও জর্জিয়ার ফুলটন কাউন্টিতে বোমাতঙ্কের গুজব ছড়ায়। নিরাপত্তার খাতিরে সেখানে কয়েকটি ভোটকেন্দ্র ৩০ মিনিটের জন্য খালি রাখা হয়। তল্লাশি শেষে ফের ভোটকেন্দ্র সচল করা হয়।

বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএনএনের আপডেট বলছে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৫৩ ইলেক্টোরাল ভোট। অন্যদিকে রিপাবলিকান পার্টি ট্রাম্পের ঝুলিতে ২১১ ইলেক্টোরাল ভোট।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪  
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।