ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকানরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। মূল ভোট গণনা শেষ হওয়ার আগেই প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দলটির প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধান তাদের জয় নিশ্চিত করছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, রিপাবলিকানরা সিনেটে এখন পর্যন্ত ৫০টি আসনে জয়ী হয়েছে। ভোট ফ্লিপ হয়েছে দুটি। ডেমোক্র্যাটরা সিনেটে এখন পর্যন্ত ৪০টি আসন পেয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, সিনেট নির্বাচনের প্রাথমিক ফলে ৫১টি আসন রিপাবলিকান পার্টির দখলে গেছে। যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট।

প্রেসিডেন্ট নির্বাচনে আরও কয়েকটি রাজ্যে জয়ের আশা করছে রিপাবলিকানরা। ফলে সিনেটে তাদের আসন আরও বাড়তে পারে। ডেমোক্র্যাটদের পক্ষে সিনেটে নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেছে এপি।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।