ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিজয়ী ভাষণে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
বিজয়ী ভাষণে যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি।

ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে একমতো বিজয়ী ভাষণও দিয়েছেন ট্রাম্প।  

তার সঙ্গে মঞ্চে উপস্থিত হন তার রানিংমেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তার প্রচারণা দলের সদস্যরা। তবে এখনো প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট পাননি ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডায় ভাষণমঞ্চে দাঁড়িয়ে ভোটারদের ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ৪৭ ও ৪৫তম প্রেসিডেন্ট হওয়ার অসাধারণ সম্মান দেখানোর জন্য আমি আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই।

এখনো ভোট গণনা চলছে। এরপরও ট্রাম্প এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট জিততে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প বলেন, তিনি পপুলার ভোটেও জিতেছেন। আমেরিকা আমাদের এক নজিরবিহীন ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।

নিজের রানিংমেট জেডি ভ্যান্সকেও প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ভ্যান্স ভালো পছন্দ। ভ্যান্স তার ভাষণে বলেন, ট্রাম্প আমেরিকার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক প্রত্যাবর্তন করেছেন।

ভাষণে ইলন মাস্ককে একজন তারকা হিসেবে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। তার ভাষণের একটি অংশই ছিল এ প্রযুক্তি বিলিয়নেয়ারের জন্য। তাকে দারুণ একজন মানুষ বলে আখ্যা দেন ট্রাম্প।

ট্রাম্প ইঙ্গিত দেন, রবার্ট এফ কেনেডি জুনিয়র - সাবেক স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী, তার প্রশাসনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত দায়িত্বে কোনো ভূমিকা রাখবেন। কেনেডি আগস্টে নির্বাচন থেকে সরে এসে ট্রাম্পকে সমর্থন জানিয়েছিলেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট কমলা হ্যারিস। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প ২৬৬টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন। কমলা পেয়েছেন ২১৯টি। জেতার জন্য ২৭০টি ভোটের প্রয়োজন হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।