ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত

ভারত শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছে।

জম্মু ও কাশ্মিরের কিশতওয়ারে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় এক সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়।

খবর 

ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, শনিবার কিশতওয়ারের ভরত রিজে যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানে জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার রাকেশ কুমার নিহত হয়েছেন।

বিচ্ছিন্নতাবাদীরা ভিডিজিদের অপহরণ করে হত্যা করার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুন্তওয়ারা এবং কেশওয়ানের জঙ্গলে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী।

সেনা ও পুলিশের যৌথ দল কেশওয়ান জঙ্গলে জঙ্গিদের অবস্থান চিহ্নিত করার পর সকাল ১১টার দিকে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যেখানে ভিডিজি নাজির আহমেদ এবং কুলদীপ কুমারের মরদেহ গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছিল।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আনুমানিক তিন থেকে চারজন সন্ত্রাসী ওই এলাকায় ঘিরে রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টইম অব ইন্ডিয়া জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল।

এর আগে কাশ্মীরে সোনমার্গে সেনাবাহিনীর বহরে হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। বহরের একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে প্রাণ হারান অন্তত ৪ সেনাসদস্য। আহত হয় অন্তত ৩ সেনা।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।