রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়া গত সপ্তাহের ফোনালাপের খবর অস্বীকার করেছে ক্রেমলিন। খবর মস্কো টাইমসের।
সোমবার ক্রেমলিন এ খবর অস্বীকার করে। ওয়াশিংটন পোস্ট এর আগে প্রতিবেদনে জানিয়েছিল, বৃহস্পতিবার এক ফোনকলে ট্রাম্প পুতিনকে সংঘাত আরও বাড়ানোর বিষয়ে সতর্ক করেন।
তিনি পুতিনকে ইউরোপে ওয়াশিংটনের বিশাল সামরিক উপস্থিতি স্মরণ করিয়ে দেন।
ফোনকল সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্প ইউক্রেন যুদ্ধের শিগগির সমাধান নিয়ে আলোচনা করতে আরও কথোপকথনের আগ্রহ প্রকাশ করেন।
তবে ক্রেমলিন সোমবার বলে যে, কোনো কথোপকথন হয়নি। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা। এটি সম্পূর্ণরূপে কল্পকাহিনি, এটি সম্পূর্ণ ভুল তথ্য।
এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে কথোপকথন সম্পর্কে তাদের আগাম কিছু জানানো হয়নি।
গত সপ্তাহে দ্বিতীয় মেয়াদে মার্কিন নির্বাচনে জেতেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায়, তার প্রতিশ্রুতি ছিল এমন, জানুয়ারিতে শপথ নেওয়ার আগেই তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করবেন।
ইউক্রেনকে সহায়তায় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনায় কিয়েভ শঙ্কায় রয়েছে। কিয়েভের শঙ্কা, ওয়াশিংটন হয়তো তাদের অস্ত্র দেওয়া বন্ধ করে দেবে। এতে রাশিয়ার বাহিনীর বিপক্ষে তাদের প্রতিরক্ষা দুর্বল হয়ে যেতে পারে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গত সপ্তাহে জানায়, ট্রাম্পের উপদেষ্টারা কয়েকটি প্রস্তাব দিয়েছেন, যা যুদ্ধ থামিয়ে রাখবে এবং ইউক্রেনে রাশিয়ার দখল করা এলাকাগুলোর নিয়ন্ত্রণকে পাকাপোক্ত করবে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
আরএইচ