ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়-সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়-সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

তেল আবিবের ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার সংগঠনটি জানায়, তারা ওই ঘাঁটিতে প্রথমবারের মতো হামলা করেছে।

তেল আবিবে হাকিরিয়া সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামালার এই দাবি সম্পর্কে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হিজবুল্লাহ হামালার দাবি করলেও তেল আবিব শহরে হামলার কোনো সতর্ক ধ্বনি বা সাইরেন শোনা যায়নি।

হিজবুল্লাহ আরও দাবি করেছে তাদের ছোড়া ড্রোন স্কোয়াড্রন আমোস ঘাঁটি এবং নাহারিয়ায় সেনাবাহিনীর ১৪৬ তম ডিভিশনের অন্তর্গত একটি ঘাঁটিতেও সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

তেল আবিবে হাকিরিয়া সামরিক ঘাঁটিটি সামরিক বাহিনী ও সরকারের মূল কেন্দ্র। যুদ্ধবিষয়ক মন্ত্রিপরিষদসহ অনেকগুলো সামরিক ইউনিটের প্রধান কার্যালয় এটি। ওই অঞ্চলটিতে ইসরায়েলের সামরিক সদর দফতর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় অবস্থিত।

ঘাঁটিটি তেল আবিব শহরের ব্যস্ততম এলাকায় অবস্থিত এর পাশে শপিং মল ও একটি রেলস্টেশনও রয়েছে।

এর আগে গত মাসে ইসরায়েলের আরেকটি ঘাঁটিতে হামলার পর তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা,নভেম্বর ১৪, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।