ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আবার বোমাতঙ্ক, ১৯৩ আরোহী নিয়ে ইনডিগোর ফ্লাইটের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
আবার বোমাতঙ্ক, ১৯৩ আরোহী নিয়ে ইনডিগোর ফ্লাইটের জরুরি অবতরণ

আবারও ভারতীয় বিমানে বোমাতঙ্ক দেখা দিয়েছে। এবার এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইটে যাত্রীরা বোমার আতঙ্কে ভুক্তভোগী হয়েছেন।

তাদের নিয়ে বিমানটি ছত্তিশগড়ের রায়পুরে জরুরি অবতরণ করেছে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রী ও ক্রুসহ ১৯৩ জন আরোহীসহ এয়ার ইন্ডিগোর ফ্লাইটটি মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় আসার কথা। কিন্তু হঠাৎ ফ্লাইটে বোম আছে এমন তথ্য পাওয়া যায়। পরে সেটিকে আকাশ থেকে নামিয়ে আনা হয়।

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, নাগপুর থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করা ওই বিমানটির বিষয়ে হুমকি পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটিকে রায়পুরের দিকে ঘুরিয়ে দেয়। পরে বিমানটি সকাল ৯টার পরে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটে বোমাতঙ্কের বিষয়টি প্রথম দিকে যাত্রীদের জানানো হয়নি। তবে তারা বুঝতে পারছিলেন কোনো একটা সমস্যা হয়েছে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। জরুরি অবতরণের পর বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য বিমানটিকে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

সন্তোষ সিং আরও বলেন, বিমান কারিগরি কর্মীদের পাশাপাশি বোম্ব স্কোয়াডের সদস্যরা বিমানটি আগাগোড়া পরীক্ষা করছেন। এর আগে বিমান থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। পরে বেশ সময় নিয়ে সেটি তল্লাশি করে সংশ্লিষ্টরা। বিমানের ভেতর থেকে কোনো বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক কিছু পাওয়া যায়নি।

রায়পুরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কিরণ রাঠৌর জানিয়েছেন, সত্যিই বিমানের ভেতর বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।