ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

টিকা নিয়ে সন্দেহবাদী কেনেডি জুনিয়র হচ্ছেন ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
টিকা নিয়ে সন্দেহবাদী কেনেডি জুনিয়র হচ্ছেন ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রীর পদে বিতর্কিত রাজনীতিবিদ এবং টিকা নিয়ে সন্দেহবাদী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে মনোনীত করেছেন। খবর আল জাজিরার

পদটির জন্য কেনেডি জুনিয়র নিজেই তদবির করেছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে তিনিও ছিলেন। কিন্তু পরে তিনি নিজস্ব নির্বাচনী প্রচারণা থেকে সরে গিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে সমর্থন করেন।

বৃহস্পতিবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, আমি আনন্দিত হয়ে ঘোষণা করছি যে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।

তিনি আরও লেখেন, অনেকদিন ধরেই আমেরিকানরা শিল্পভিত্তিক খাদ্য কমপ্লেক্স ও ওষুধ কোম্পানির হাতে শোষিত হয়েছে, যারা জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রতারণা ও ভুল তথ্য ছড়িয়েছে।  

কেনেডির মনোনয়ন বিতর্কিত, তবে অবাক করার মতো নয়। তিনি প্রথমে ডেমোক্রেট হিসেবে এবং পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তারপর আগস্টে প্রার্থিতা প্রত্যাহার করে ট্রাম্পকে সমর্থন দেন এবং ভবিষ্যৎ প্রশাসনে একটি পদে অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি পান।

যুক্তরাষ্ট্রে ফেডারেল পর্যায়ে স্বাস্থ্য সম্পর্কিত প্রায় সবকিছুর দায়িত্বে রয়েছে স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর।
 
আগামী জানুয়ারিতেই হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই তিনি প্রধান প্রধান পদগুলো সাজানো শুরু করেছেন। বুধবার তিনি দেখা করেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে।

ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি মার্কো রুবিওর নাম ঘোষণা করেছেন। তুলসী গ্যাবার্ড হচ্ছেন আমেরিকার গোয়েন্দা বিভাগের নতুন প্রধান। ট্রাম্প অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিয়েছেন কংগ্রেসম্যান ম্যাট গায়েৎজকে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।