ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে রকেট হামলা

দক্ষিণ লেবাননে শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে রকেট হামলায় চারজন শান্তিরক্ষী আহত হয়েছেন।

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) জানিয়েছে, ইসরায়েলি সীমান্তের কাছে একটি ঘাঁটিতে রকেট হামলায় চারজন শান্তিরক্ষী আহত হয়েছেন।

তাদের আঘাতের তীব্রতা এখনও অজানা। খবর বিবিসি

ইউনিফিল আরও বলেছে, শামার একটি ঘাঁটিতেও রকেটে হামলা হয়েছে। ওই ঘটনার জন্য হিজবুল্লাহর দিকে আঙুল তুলছে সংস্থাটি। তবে সেখানে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রকেট হামলার উভয় ঘটনার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠীকেই দায়ী করছে তারা । যদিও হিজবুল্লাহ এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

এছাড়া মঙ্গলবারও(১৯ নভেম্বর) ইউনিফিলের একটি টহল দল খিরবাত সিলিম গ্রামের উত্তর-পূর্ব দিকে একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের ওপর গুলিবর্ষণ করা হয়। সেই ঘটনায়ও কেউ আহত হয়নি।

এক বিবৃতিতে ইউনিফিল বলেছে, শান্তিরক্ষীদের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়মিত হামলার অবিলম্বে বন্ধ হওয়া উচিত। শান্তিরক্ষীদের বিরুদ্ধে যে কোনও আক্রমণ আন্তর্জাতিক আইন এবং রেজোল্যুশন ১৭০১ এর স্পষ্ট লঙ্ঘন।

প্রসঙ্গত, ইউনিফিলে বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজারের বেশি শান্তিরক্ষী রয়েছেন। ইসরায়েল ১৯৭৮ সালে আক্রমণের পর লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করেছে কিনা তা তদারকি করতে ইউনিফিল গঠন করা হয়। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ২০০৬ সালের যুদ্ধের পর জাতিসংঘ তাদের মিশন সম্প্রসারিত করে এবং সীমান্ত বরাবর তৈরি করা ‘বাফার জোনে’ টহলদারি করতে শান্তিরক্ষীদের অনুমতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।