ইউক্রেনের রাজধানী কিয়েভে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় কিয়েভে হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে (টেলিগ্রাম) এ হামলা নিয়ে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, রাজধানীতে ইউএভিতে ড্রোন হামলা চলছে রুশ বাহিনী। ড্রোনগুলো শহরের আশেরপাশের দিক থেকে আসছে। এজন্য শহরের বিভিন্ন এলাকায় বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে।
মেয়র ভিতালি রয়টার্সে জানান, ইউএভিসহ ও এর আশেপাশের অঞ্চল আগে থেকেই সতর্কতা ছিল। ফলে স্থানীয় সময় সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকেই এ হামলার অ্যালার্ম বাজ ছিল।
এর আগে গেল সপ্তাহে যুক্তরাজ্যের বানানো দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছিল ইউক্রেন।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এএটি