ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে মসজিদে ‘সমীক্ষা’ নিয়ে সংঘর্ষ, নিহত বেড়ে ৬  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
ভারতে মসজিদে ‘সমীক্ষা’ নিয়ে সংঘর্ষ, নিহত বেড়ে ৬  

ভারতের উত্তরপ্রদেশের সম্ভলে মুঘল যুগের পুরোনো একটি জামে মসজিদে ‘সমীক্ষা’ চালানোকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।  

গত রোববার (২৪ নভেম্বর) এ ঘটনা ঘটে।

 যে মসজিদটিকে ঘিরে এই বিরোধ, সেটি ‘শাহী জামে মসজিদ’ নামে পরিচিত। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির দাবি, প্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল।

এই দাবিকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম গোষ্ঠীগুলির মধ্যে আদালতে আইনি লড়াইও চলছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে এক পুরোহিত আবেদন করেন। সম্প্রতি আদালত ওই মসজিদ প্রাঙ্গণে সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়ার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায়।

জেলা ম্যাজিস্ট্রেট চিরাগ গয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছে সামভালে রোববারের সহিংসতায় প্রায় ২০ পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তার দাবি নিজেদের গুলিতেই ওই ৬ বিক্ষোভকারী নিহত হয়েছে, পুলিশ সেখানে শুধু টিয়ারশেল ছুঁড়েছে।  

গয়াল দাবি করেছেন, ‘বিক্ষোভকারীদের নিজস্ব তৈরি পিস্তল থেকে গুলিতে ওই ছয়জন মারা গেছেন।  

মসজিদ কর্তৃপক্ষ ও সার্ভের বিরোধীদের বক্তব্য, ভারতের ধর্মীয় উপাসনালয় আইন ১৯৯১ অনুসারে দেশের স্বাধীনতার সময় কোনোমন্দির, মসজিদ বা গির্জার চরিত্র যা ছিল তা বদলানো যায় না– সুতরাং সম্ভলের জামে মসজিদেও এই ধরনের হস্তক্ষেপ সম্পূর্ণ অপ্রয়োজনীয়। তাছাড়া মসজিদে এভাবে ‘সমীক্ষা’ চালানো হলে তা এলাকায় অযথা উত্তেজনা ছড়াবে বলেও তারা যুক্তি দিচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।