ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘বিশ্বমঞ্চে ভারতের উত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
‘বিশ্বমঞ্চে ভারতের উত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে’

ওয়াশিংটন: বিশ্বমঞ্চে ভারতের উত্থান, শক্তিমত্তা ও প্রগতির পেছনে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন উর্ধ্বতন একজন মার্কিন কর্মকর্তা। প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের এক সপ্তাহ আগে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করলেন।

খবর পিটিআই’র।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পর্কবিষয়ক উপপররাষ্ট্র মন্ত্রী বিল বার্নস বলেন, ‘বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র-ভারতের অংশীদারিত্বকে ওয়াশিংটন একটি অকৃত্রিম দ্বিপীয় সম্পর্ক হিসেবে বিবেচনা করে আসছে। গত দশকজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের গড়া আমাদের তিনটি সরকার ও ভারতের দুই সরকার--একযোগে আমরা এই সম্পর্কের রূপান্তর ঘটিয়েছি। ’

হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিশ্বমঞ্চে ভারতের উত্থান, এর শক্তিমত্তা ও প্রগতি গভীরভাবে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। ’

বার্নস বলেন, প্রেসিডেন্ট ওবামা এই সম্পর্ককে একুশ শতকের নির্ধারণী অংশীদারিত্ব বলে অভিহিত করেছেন। বিভিন্নভাবে দেশ দুটি স্বাভাবিক অংশীদার বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।