ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মহাকাশ স্টেশনে নভচারীদের নববর্ষের উপহার পাঠাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
মহাকাশ স্টেশনে নভচারীদের নববর্ষের উপহার পাঠাচ্ছে রাশিয়া

মস্কো: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভচারীদের জন্য নতুন বছরের শুভেচ্ছা উপহার পাঠিয়েছে রাশিয়া।

কাজাখস্তানে বাইকোনুর মহাকাশ কেন্দ্র থেকে রাশিয়ার একটি মহাকাশযান রওনা হয়েছে।

বুধবার গ্রিনিচ সময় ১৩১২টায় আড়াই টন ওজনের উপহারসামগ্রী নিয়ে যানটি যাত্রা শুরু করে।

মস্কোর অভিযান নিয়ন্ত্রণ কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা সিনহুয়া জানায়, সয়ুজ-ইউ নামের রকেটের সাহায্যে এম-০৮এম নামের মহাকাশযানটি উড়ে যায়।

মহাকাশ স্টেশনের জন্য এই যানে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং নভচারীদের জন্য অক্সিজেন, পানি, কাপড় ও খাবার পাঠানো হয়েছে।

একইসঙ্গে তাদের জন্য নতুন বছরের উপহার নিয়ে যাওয়া হচ্ছে বলেও রাশিয়ার কেন্দ্রীয় মহাকাশ সংস্থা রসকসমস জানায়। উপহারসামগ্রীর মোড়ক ৩১ ডিসেম্বর খোলার জন্য খোলার জন্য নির্দেশ দেওয়া রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।